জামালপুরের সরিষাবাড়িতে বজ্রপাতে তারা মিয়া (৩০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে। তারা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেল্লাহ হোসেন জানান, গত কয়েকদিন ধরেই জেলার সব স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বুধবার সকাল থেকেই এ উপজেলার সব স্থানে বৃষ্টিসহ বজ্রপাত হয়। দুপুরে বৃষ্টির মধ্যে তারা মিয়া গৃহপালিত পশু ছাগলের জন্য পাট পাতা আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাকান্দি যমুনা সারকারখানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/