রাজধানীর মহাখালীতে বাসের ধাক্কায় পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আজিজ (৪৭) নিহত হয়েছেন।
নিহত আবদুল আজিজ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।
বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।
ওসি বলেন, মহাখালী ফ্লাইওভারের ঢালে বিকাশ পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ডিউটিরত অবস্থায় থাকা এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয় । এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হলে সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/