চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়ানসি প্রদেশের আনফু কাউন্টিতে একটি কিন্ডারগার্টেন স্কুলে বুধবার ছুরিকাঘাতে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
চাইনিজ অ্যাপ উইবোতে একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় ক্যাপ এবং মুখোশ পড়া এক ব্যক্তি কিন্ডারগার্টেনে প্রবেশ করে এই হামলা চালায়। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, ৪৮ বছর বয়সী একজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে, সে এখনও পলাতক রয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে নিহতদের পরিচয় বা বয়স প্রকাশ করা হয়নি।
চীনে সহিংস অপরাধ বিরল, কারণ নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখা কঠোরভাবে নিষিদ্ধ করেছে সরকার। তবে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক ছুরিকাঘাতের ঘটনা ঘটছে দেশটিতে। বিশেষত কিন্ডারগার্টেন এবং স্কুল ছাত্রদের লক্ষ্য করে মারাত্মক ছুরি হামলা ঘটছে দেশব্যাপী।
গত এপ্রিলে, দক্ষিণ চীনের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে দুই শিশু নিহত এবং ১৬ জন আহত হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/