ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুমে মেসি-নেইমারের কাছে পাত্তাই পেলো না ক্লেরমন্ত। শনিবার (৬ আগস্ট) রাতে ক্লেরমন্তকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশাল জয় দিয়ে মৌসুম শুরু করলো পিএসজি। এদিনে মেসি-নেইমার ছাড়া গোলের দেখা পান আশরাফ হাকিমি ও মার্কুইনোস।
এদিকে ম্যাচের নবম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর কাউন্টার অ্যাটাকে বল পেয়ে ম্যাচের ২০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মরক্কান মিডফিল্ডার হাকিমি।
আর ৩৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোলের স্বাদ পান পিএসজির অধিনায়ক মার্কুইনিয়োস।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও মাঠে দুর্দান্ত ছিল পিএসজি। ক্লেরমন্তকে কোন ধরণের সুযোগই দেয়নি তারা। ৮০ মিনিটে নেইমারের দিকে পাস দিয়ে দৌড়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। নেইমার ফিরতি পাসে বল দিলে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ম্যাচের ৮৬তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল জালে পাঠিয়ে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। বাকি সময় ক্লেরমন্ত কোন জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/