রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় ইমরান (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে
শনিবার দিনগত রাত ১টার দিকে হাসেম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরানের বাড়ি শরীয়তপুরের গোসাই হাট থানা এলাকায়। তার বাবার নাম মনসুর রহমান। তিনি রায়েরবাগ বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন।
জানা গেছে, হাসেম পেট্রোল পাম্পের সামনে লেগুনার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান। দুর্ঘটনার পর ঘাতক লেগুনাটির চালক পালিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। তারা তদন্ত করবেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/