গাজীপুর প্রতিনিধি:মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নতুন বছরের শিক্ষা কার্যক্রম শুরুর অংশ হিসেবে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
দেশীয় শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশী শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দিত। এই মেডিকেল কলেজের ১২৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬২ জনই বিদেশি।
রোববার দুপুরের কলেজ অডিটরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. আব্দুল মজিদ ভূঁইয়া।
ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, ডিএমডি মোঃ ওয়াসিম রব, ভাইস প্রিন্সিপাল ডা. হাবিব সাদাত চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২৩ তম ব্যাচের নবীন শিক্ষার্থী ছাড়াও অভিভাবকবৃন্দ ও এলাকার সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/