রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় নকল মোবাইল তৈরির মূল কারিগরকে আটক করেছে অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
গতকাল রোববার (৭ আগস্ট) তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি জানান, অভিনব কায়দায় নকল মোবাইল তৈরির মূল কারিগরকে আটক করা হয়েছে। আটককালে বিপুল পরিমাণ মোবাইল উদ্ধারসহ আইএমইআই পরিবর্তন করার বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
ইমরান খান জানান, এ ব্যাপারে সোমবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/