গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় তুরাগ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা খোয়ার পাড়া এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে শিশির আহমেদ (১৩) ও একই এলাকার আলী আকবরের ছেলে আবু বক্কর শাহীন। তারা স্থানীয় মোল্লা শফি উদ্দীন একাডেমির শিক্ষার্থী ছিলেন।
বাসন থানার উপপরিদর্শক মতিউজ্জামান জানান, সকাল সাড়ে ১০ টার দিকে শিশির ও শাহীন তাদের বাড়ির দক্ষিণ পাশে তুরাগ নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের খোঁজা খুঁজি করে বেলা ১১টার দিকে ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। মরদেহ সুরতাহাল প্রতিবেদন প্রস্তুত সহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, অকালে দুই শিশু সন্তান হারিয়ে পাগল প্রায় দুটি পরিবার। এলাকায় বিরাজ করছে শোকাতুর পরিবেশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/