ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল, ওয়ারী ও গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদকে গুলশান বিভাগে, উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) হায়াতুল ইসলাম খানকে মতিঝিল বিভাগে এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. জিয়াউল হাসান তালুকদারকে ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামানকে ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়। আর ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইফতেখারুল আলম দিনাজপুর জেলা পুলিশ সুপার হিসেবে বদলি করায় এ দুটি পদ শূন্য ছিলো।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/