ওমানে এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী প্রবাসী মোহাম্মদ মোরশেদ (২২) নামে এক রেমিট্যান্সযোদ্ধার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাটহাজারীর ধলই ইউনিয়নের পশ্চিম এনায়েতপুর গ্রামের সিকদার পাড়ার হাদু গাজীর বাড়ির মোহাম্মদ মুছার ছেলে মোহাম্মদ মোরশেদ। গত রোববার দিবাগত রাতে ওমানের রুয়ি হামিরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোরশেদ গত ছয় বছর আগে ওমান গিয়েছিলেন। এ সময়ের মধ্যে একবারও বাড়িতে আসেনি। সামনের বছর তার বাড়িতে আসার কথা ছিল। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে আসবে। তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/