মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর ও জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর প্রেসক্লাব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ভাওয়াল মির্জাপুর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠণ অলাদাভাবে এ দিবসের নানা কর্মসূচী পালন করেছেন। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগসহ এ দলের অঙ্গসংগঠণের পক্ষ থেকেও গাজীপুরে মিলাদ-দোয়া এবং গণভোজসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/