মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি: ১৫ই আগষ্ট জাতির জীবনে একটি কলঙ্কময় দিন। সারাদেশের ন্যায় যথাযত মর্যাদায় সিলেটেও গভীর শোক ও শ্রদ্ধায় পালিত হচ্ছে দিবসটি। জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা কমান্ড, বিভিন্ন সরকারী দপ্তর, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার সকাল থেকেই সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শুরু হয় শোকদিবসের শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মজিবর রহমান সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এর পর একে একে পুষ্পশ্রদ্ধা নিবেদন সিলেট মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তাঁতী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পশ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/