আরিফ হোসাইন,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সনাতনী শিক্ষার্থীদের আয়োজনে ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।
উৎসব উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর নেতৃত্বে একটি র্যালি আয়োজন করা হয়েছে। র্যালিটি ভিক্টোরিয়া পার্ক এলাকা ঘুরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালি শেষে একাডেমিক ভবনের নিচতলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
উক্ত আলোচনা সভায় বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, পরিচালক (গবেষণা), শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক।
এসময় বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (অর্থ ও হিসাব) সহ বিভিন্ন বিভাগ এবং দপ্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/