মদ্যপ অবস্থায় চালাতেন গাড়ি, বকতেন আবোলতাবোল। পারতেন না মদ ছাড়া থাকতেই। এতে প্রচুর সমালোচনা হলেও মদ খাওয়া ছাড়তে পারেননি বিনোদ কাম্বলি। তবে এবার নিজেই মদ খাওয়া ছাড়তে চান সাবেক এই ক্রিকেটার।
প্রতি মাসে বিসিসিআই৩০ হাজার রুপি করে তাকে পেনশনে দেয়। যাতে খুব কষ্ট করে চলছে তার সংসার। সংসারে সুদিন ফেরাতে চাকরি খুঁজছেন। মুম্বাই ক্রিকেট সংস্থার কাছে চাকরি চেয়ে পছন্দসই চাকরি পাননি। বন্ধু শচীন টেন্ডুলকার যে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, তা-ও চালিয়ে যেতে পারেননি।
মদ খাওয়ার বদভ্যাসের কারণে এই দুরাবস্থা সত্ত্বেও সহানুভূতি পাচ্ছেন না বিনোদ। তবে, চাকরি পেলে মদ খাওয়াও ছেড়ে দেবেন বলে বিনোদ নিজেই জানিয়েছে।
তিনি বলেন, সব জায়গার কিছু নির্দিষ্ট নিয়মকানুন থাকে। সবাইকে তা মেনে চলতে হয়। যদি আমাকে চাকরি করতে হলে মদ ছেড়ে দিতে হয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে সেটা করব। কোনো সমস্যা হবে না। আমার কাজ দরকার।
সম্প্রতি চাকরির আবেদন জানিয়ে এক সাক্ষাৎকারে বিনোদ বলেন, সাবেক একজন ক্রিকেটার হিসেবে আমি সম্পূর্ণরূপে বিসিসিআইয়ের দেওয়া পেনশনের ওপর নির্ভরশীল। একমাত্র বিসিসিআইয়ের পক্ষ থেকেই আমার কাছে এখন অর্থ আসে। এজন্য আমি বোর্ডের কাছে চিরকৃতজ্ঞ। কারণ, এই পেনশনের কারণেই আমরা সংসার চলছে। আমার এখন একটা কাজের দরকার, যেখানে আমি ছোটদেরকে শেখাতে পারি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/