গাজীপুর প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈর উপজেলার বটতলা এলাকায় এক শিশুকে রাস্তায় পিষে দিয়ে চলে যায় রাজধানী পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। নিহত শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
বুধবার (২৪ আগস্ট) দুপুর ১ টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘাতক বাসটিকে আটক করা হয়।
নিহত ওই শিশু হলেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জহিরুল ইসলাম মেয়ে জান্নাত আক্তার (৮)। সে পরিবারের সাথে স্থানীয় কাদিরেরব বাসার ভাড়া থাকতো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১ টার দিকে ওই শিশু শিক্ষার্থী সড়কের পাশের দোকান চকলেট কেনার জন্য যায়। সড়ক পারাপারের সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজধানী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি চন্দ্রা হতে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/