গাজীপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার চতর যুব সংঘের উদ্যোগে দুপুরে গাজীপুর মহানগরের শীমুলতলী চতর সালনা রোড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর মহানগর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক বিল্লাল হোসেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ডের যুগ্ন আহব্বায় মোঃ মজিবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ড নেতা সম্রাট হোসেন প্রমুখ ।
এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। পরে গণভোজের আয়োজন করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/