ওয়ানডে ফরম্যাটে যতটা উজ্জ্বল বাংলাদেশ টি-টোয়েন্টিতে ঠিক ততটাই ম্রিয়মান। এর প্রধান কারণ, টাইগার দলে পাওয়ার হিটার নেই। যিনি দু-একটি ওভারে লুজ বল পেলেই চার-ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়িয়ে দেবেন। কিংবা পাওয়ার প্লেকে কাজে লাগিয়ে যত বেশি সম্ভব রান তুলবেন।
মোটা দাগে চার-ছক্কার খেলায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশের ব্যাটাররা।
তবে ৮ বছর পর জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয় তেমনটা মনে করেন না। এ ওপেনারের মতে, দলের সবারই চার-ছক্কা মারার সামর্থ্য আছে। এখন শুধু মাঠে সেই চেষ্টাটা করতে হবে।
বিজয় বলেন, ‘১০ বল হোক বা ৩/৪ বল হোক। চেষ্টা করলে আমাদের প্রত্যেক খেলোয়াড়েরই চার-ছক্কা মারার সামর্থ্য আছে। ’
মূলত বল সিলেকশনটাই আসল বিষয় বলে জানালেন বিজয়। বললেন, ‘আমরা কোন বোলারকে পিক করব, কোন বোলারের বলে সিঙ্গেলস বের করব, কখন মারা উচিত, কখন মারা উচিত না এসব বুঝতে হবে। ব্যাটারদের সবাই কমবেশি মারতে পারে। তাদের নিজস্ব সময় দেওয়া উচিত। ’
আর একটা প্রক্রিয়ার মধ্যে থেকে এই বিষয়ে যোগ্যতা বাড়াতে হবে বলে মনে করেন বিজয়।
এ উইকেটকিপার ব্যাটার বললেন, ‘অনুশীলনের মাধ্যমে উন্নতি সম্ভব। আশা করি এই কোচ, সাকিব ভাইর অধীনে আমরা যথেষ্ট উন্নতি করব পাওয়ার হিটিংয়ে। এটা প্রক্রিয়ার বিষয়, একদিনে হয়ে যাবে তা না। ৩ মাসে হবে, ৬মাসে হবে। সবাই শতভাগ চেষ্টা করবে উন্নতি করার। এখানে ক্রিকেটারদের হতাশার কিছু নেই। এটা বিশ্বাস করি, আমরা পারব। ’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/