গাজীপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও শস্য বীজ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষনের দায়ে সোমবার দুপুরে গাজীপুর মহানগরের জয়দেবপুর বাজারে অভিযান চালিয়ে তিন দোকানীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ওই ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও শস্য বীজ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষনের অপরাধে আব্দুল আলী এন্ড কোম্পানীকে ২০হাজার টাকা, নূরুন ট্রেডার্সকে ৫০হাজার টাকা এবং কাজী ট্রেডার্সকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/