গাইবান্ধায় হাসপাতালে নেয়ার পথে ইজিবাইকের ভেতরে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। কন্যাসন্তান জন্ম দেয়া মায়ের নাম সালমা বেগম (২৪)। তিনি গাইবান্ধা সদর উপজেলার গ্রামের বেড়াডাঙ্গা গ্রামের আলম মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে পৌঁছানোর আগেই জেলা শহরের ডিবি রোডের কাচারি বাজার এলাকায় এই সন্তানের জন্ম দেন সালমা।
স্বজনরা জানান দুপুরে সালমার প্রসব বেদনা উঠলে তাকে একটি ইজিবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। ইজিবাইকটি হাসপাতালে পৌঁছানোর আগেই একটি কন্যা সন্তানের জন্ম দেন সালমা।
পরে নবজাতকসহ সালমাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন স্বজনরা।
মা ও নবজাতক সুস্থ রয়েছে জানিয়ে গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভির রহমান কল্লোল বলেন, তাদের চিকিৎসা চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/