গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কোনাবাড়ি থেকে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে কোনাবাড়ি কলেজগেট এলাকার স্থানীয় মিজান মিয়ার বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ওই নারী ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো।
গতকাল রাতে নিহতর স্বামী মাসুদ রানা নিহতের বোনকে ফোন করে জানান,তোমার বোন অসুস্থ একটু বাসায় যাও।
পরে বাসায় গিয়ে বাহিরে তালা মারা অবস্থায় দেখে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করতে মরদেহ ফ্লোরে পড়ে থাকতে দেখে কোনাবাড়ি থানায় খবর দেয়।
কোনাবাড়ি থানা পুলিশ, পিবিআই ও সি আইডি এসে মরদেহ উদ্ধার করে। নিহত পোশাক শ্রমিক বুলবুলি (৩৪) নওগাঁ জেলার মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আয়বাবু মেয়ে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক।
তিনি আরো জানান, প্রাথমিক ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার স্বামী পলাতক রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/