নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার দিবাগত রাতে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আরিফ (৩২) উপজেলার মধ্যম লক্ষিদিয়া গ্রামের মো.ইব্রাহিমের ছেলে।
হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার পূর্ব লক্ষিদিয়া গ্রামে অভিযান চালায় হাতিয়া কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনের একটি দল। এসময় ইয়াবা বিক্রিরত অবস্থায় আরিফকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯০২ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত মাদক কারবারিকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/