গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে একটি নির্মাণাধীন ভবনের পানির হাউজ থেকে হামিদুল (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করছে পুলিশ।
পুলিশ জানায়, মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায়, গতকাল বিকেলে হামিদুল নামের এক শিশু বাসা থেকে খেলা করতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে আশেপাশে খোঁজাখুঁজি করে কোন সন্ধান না মিললেও সকালে স্থানীয়রা ওই এলাকার হাবিবের নির্মানাধীন ভবনের হাউজের ভিতরে লাশ ভেসে ওঠতে দেখে পরিবারকে খবর দেন। পরে পরিবার লাশ উদ্ধার করে।
নিহত হামিদুল মুন্সিগঞ্জ জেলার সদর থানার দেওয়াকান্দী গ্রামের আবেদ আলীর ছেলে।
নিহত হামিদুল বাবা মায়ের সাথে জরুন এলাকার সেলিম হাজি বাড়িতে ভাড়া থাকে।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/