চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত সাইফুল ইসলাম বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের পাঠানপাড়ার ছিদ্দিক আহমদ এর পুত্র।
গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, মোটরসাইকেলের একটি গ্রুপ কক্সবাজার থেকে শহরের দিকে আসছিল।
শান্তিরহাট এলাকায় জোরে ব্রেক চাপায় একটি বাইক থেকে সাইফুল ইসলাম নামে এক যুবক ছিটকে পড়ে যায়।
এ সময় কক্সবাজারমুখী ট্রাকের চাপায় সাইফুল ইসলাম নিহত হয়। আমরা তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।
ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/