প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার ( ১১ সেপ্টেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। এতে পাপুয়া নিউগিনির রাস্তাঘাট ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য কেসি সাওয়াং জানান, দুর্গম পার্বত্য অঞ্চলের গ্রামগুলোতে কমপক্ষে দুজন মারা গেছেন। আরও চারজনকে
আকাশপথে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া একটি খনিতে মাটি চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন।
কেসি সাওয়াং বলেন, ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে সাংবাদিকদের জানান, ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হলেই এটি ২০১৮-এর তুলনায় কম। ওই বছর পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পে ১৫০ জন নিহত হন।
তবে এবার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/