গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই গুদামের মালিক। সোমবার বোর সাড়ে চারটার দিকে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় ওই গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকার বাবু বীম খেতান এর ঝুটের গুদামের একপাশে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় । খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয় । ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । আগুনে পুড়ে যায় গুদামের বিপুল পরিমান ঝুটের মালামাল । এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদাম মালিক বাবু বীম খেতান ।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/