গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে আদালত পরিদর্শণে গিয়ে সোমবার সকালে গাজীপুর লিগ্যাল এইড অফিসে স্বামী-স্ত্রীর মধ্যে একটি বিরোধ আপোষ-মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করেছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব।
গাজীপুর লিগ্যাল এইড অফিসার (সহকারি জজ) সুমাইয়া রহমান জানান, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ শরীফ মার্কেট এলাকার এক গৃহবধু তার স্বামীর বিরুদ্ধে যৌতুক, নারী নির্যাতন ও ভরনপোষণ না করার অভিযোগে এ বছরের ৪ সেপ্টেম্বর গাজীপুর লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। ১২ সেপ্টেম্বর বিষয়টির আপোষ মিমাংসার উদ্দেশ্যে গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসে মিমাংসা সভার আয়োজন করা হয়। এদিন কোর্ট পরিদর্শণে আসা বিচারপতি ফাতেমা নজীব ওই সভায় স্বামী-স্ত্রী ও তাদের স্বজনদের উপস্থিতিতে সাতটি শর্তে ওই বিরোধ নিষ্পত্তি করেন।
মিমাংসা সভায় মামলার বাদি ও বিবাদী আপোষ-মিমাংসার শর্ত মেনে স্বাক্ষীদের উপস্থিতিতে নিষ্পত্তি সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় গাজীপুর লিগ্যাল এইড অফিসার সুমাইয়া রহমান, বাদি-বিবাদীর আইনজীবরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/