প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক ভারত সফর নিয়ে বুধবার বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন। এ সময় লিখিত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেবেন।
সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দেশটিতে গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া দু’দেশের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/