মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি: ওসমানীগর উপজেলার কুরুয়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন দুই ট্রাকের চালক ও হেল্পার ৩ জন। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার ডিউটি অফিসার শাহিনা খানম লাকী।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুটি ট্রাকের সামনদিক কেটে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রাত ৮.৩০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাস্তার দুপাশ জ্যাম লেগে আছে। গাড়ির সারি সুনামগঞ্জ বাইপাস থেকে গোয়ালাবাজার পর্যন্ত জ্যামে আটকা পড়ে আছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/