বিজিবি'র খুলনা ব্যাটালিনের অভিযানে যশোরের পুটখালী সীমান্ত থেকে ২ কোটি টাকা মূল্যের ২.৩৩৩ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ০১ জন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে বাংলাদেশের অভ্যন্তরে মহিষাকুড়া ব্রীজের পার্শ্বে পাকা রাস্তার উপর তল্লাশি অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহলদল ২,০০,৬৩,৮০০/- (দুই কোটি তেষট্টি হাজার আটশ) টাকা মূল্যের ২.৩৩৩ কেজি ওজনের মোট ২০ পিস স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী মোঃ হৃদয় হোসেনকে(২৩) আটক করে।
উক্ত স্বর্ণের বারগুলো আটককৃত ব্যক্তির বাম হাতে থাকা টিয়া রঙের শপিং ব্যাগের মধ্যে অভিনব কায়দায় লুকায়িত ছিল। আটককৃত ব্যক্তি স্বর্ণের বারগুলো সাতক্ষীরা মোড় নামক স্থান থেকে জনৈক অজ্ঞাত ব্যক্তির নিকট হতে সংগ্রহ করে পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে স্বীকার করেন।
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/