গাজীপুরে রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থী ও যুব প্রশিক্ষনাথীদের মাঝে শিক্ষা উপকরণ,যুব সনদ এবং চেক প্রদান করা হয়েছে।
রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরের নাও জোর এলাকায় প্রভাত ফেরী পাঠশালার ছাত্র ছাত্রী ও যুব প্রশিক্ষনাথীদের মাঝে এ শিক্ষা উপকরণ,যুব সনদ ও চেক প্রদান করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে উপ পরিচালক হারুন অর রশীদ খান ,রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের সভাপতি রকিবুল ইসলাম।
এ সময় প্রভাত ফেরী পাঠশালার ছাত্র ছাত্রী,রান ফর বেটার বাংলাদেশ যুব ফাউন্ডেশনের সদস্য বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/