সংঘর্ষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেলের সামনে ডাকা বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ বন্ধ করার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৬ সেপ্টেম্বর) একই স্থানে এবং প্রায় একই সময়ে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় এ নিষেধাজ্ঞা।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে।
তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি হতে না পারে, সেই কারণে দুই দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ নির্দেশনা দেয়া হয়েছে।
সাইফুল ইসলাম আরও বলেন, সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ধানমন্ডি জোনে কর্মসূচি ডাকে। একই সময় আওয়ামী যুবলীগও তাদের কর্মসূচির ডাক দিয়েছে। এ কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ নিষেধাজ্ঞাকে ১৪৪ ধারা জারি নয় বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/