রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কিশোরসহ দুজন নিহত হয়েছেন। জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে।
পুলিশ জানায়, গতকাল রাতে কাঁঠালবাগান মসজিদ গলিতে শিপন মিয়া নামে ১৫ বছরের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্বাধীন নামে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ। বসুন্ধরা মার্কেটে কাপড়ের দোকানে সেলসম্যান হিসাবে কাজ করে সে।
নিহতের পরিবারের অভিযোগ, মাসকাসক্তি ও ছিনতাইয়ে সম্পৃক্ত না হওয়ায় শিপনকে হত্যা করা হয়।
ঘটনার বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, রাত আনুমানিক ১১টার দিকে শিপন নামের এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়। নিহত শিপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে পরিবাগে ছুরিকাঘাতে নিহত হয়েছেন তৃতীয় লিঙ্গের একজন। ধারণা করা হয়, ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/