ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লিম্যান রশ দখলমুক্ত করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এমন দাবিই করেছেন।
রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের যে চারটি অঞ্চল দখলে নিয়েছে শহরটি সেখানেই অবস্থিত।
রাশিয়া ইউক্রেনের এই চারটি অঞ্চলে গণভোটের মাধ্যমে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়ার পর সেখানে উভয়পক্ষে চূড়ান্ত লড়াই চলছিল। ইউক্রেনীয় বাহিনী মরনপণ লড়াইয়ে নামে। এক্ষেত্রে লিম্যান দখলমুক্ত করা ইউক্রেন বাহিনীর প্রথম বিজয়।
ইউক্রেনের সেনাবাহিনী লিম্যানে প্রবেশের কথা জানিয়েছে।
এটি পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত ও গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র।
এদিকে লিম্যান পুর্নদখলের খবর সংবাদ মাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হচ্ছে। জেলেনস্কি তার রোববারের সান্ধ্য ভাষণে বলেছেন, আমাদের সেনাবাহিনীর সফলতা কেবল লিম্যানেই সীমিত থাকবে না।
এর আগে তিনি সপ্তাহের মধ্যে দনবাস অঞ্চলের আরও এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার করেছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/