রাজশাহীর তানোরে পুকুরের পানি সেচ দেয়া সাবমারসিবল পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার বাঁধাইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হযরত আলীর ৩ বছর বয়সী ছেলে মাহাফুজ ও স্ত্রী মরিয়ম বেগম মারা যান।
তানোর মুন্ডুমালা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, সাবমারসিবল পাম্পের মাধ্যমে বাড়ির পাশের একটি পুকুরে পানি দেয়া হতো।
রোববার বিকেলে পাম্প চালু করলে বিদ্যুতের ঝুলে থাকা ছেঁড়া তারে প্রথমে মা বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশে থাকা ছেলে মায়ের স্থির হয়ে থাকা দেখে তাকে জাপটে ধরে।
এতে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/