গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গীতে ডাকাতি প্রস্তুতি নেওয়ার অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৯ যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে স্টেশন রোড ও শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুবকেরা হলো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার শাইলাটি গ্রামের হাবিবের ছেলে সুমন (২৬), নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল (২২), টঙ্গী পূর্ব থানাধীন (আমতলী) এলাকার সোহরাব হোসেন বাবুর ছেলে তামিম (২২), এরশাদনগর এলাকার মৃত নূরু মিয়ার ছেলে জাবেদ (২৩), স্টেশন রোড (মাছিমপুর) এলাকার নাজিম উদ্দিন @ নাজুর ছেলে নিশান (৩০), মিরাশপাড়া এলাকার শুক্কুর আলীর ছেলে মহসিন (২৩), জামালপুর জেলা সদর উপজেলার শংকরপুর গ্রামের আলতাব আলীর ছেলে বোরহান (২২), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চরমদাখালী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রাজীব (২২) এবং একই জেলার মুক্তাগাছা উপজেলার পাখির মোড় এলাকার আনছার আলীর ছেলে আজিজুল (১৯)।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেফতার যুবকেরা দীর্ঘদিন যাবৎ টঙ্গীর স্টেশন রোড, শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু ও নতুন বাজার এলাকাসহ মহাসড়কে রাত ১১ টার পর চলাচলকারী পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল, নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্র লুটে নিতো। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ধৃত আইনে মামলা রুজু করে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/