গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে বিকেলে মোটরসাইকেল কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মাটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে।
নিহতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈরে উপজেলার হরিনহাটি এলাকার মৃত আবদুল সালামের ছেলে আলামীন ও অনিক হোসেন।
সালনা হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, কালিয়াকৈর-নবীনগর সড়কের ওয়ালটন কারখানার সামনের ইউটার্ণ দিয়ে একটি কাভার্ডভ্যান ঘুরাচ্ছিল। এসময়ে নবীনগরের দিক থেকে চন্দ্রাগামী একটি মোটসাইলে নিয়ন্ত্রন হারিয়ে ওই কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলের মোটরসাইলের চালকের মৃত্যু হয়। আশপাশের লোকজন গুরুত্বর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/