ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো রাজশাহী বিভাগীয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে রাজশাহী বিভাগস্থ ৮ টি জেলার ছাত্রকল্যাণের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় হয়। নক আউট ভিত্তিতে ৮ দলের টুর্নামেন্টটি চলবে ১২ নভেম্বর পর্যন্ত।
উক্ত টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন লিখন মির্জা, হানিফ হোসেন প্রমুখ। এছাড়াও আটটি জেলা দলের মধ্যে রাজশাহী দলের ব্যবস্থাপনায় ছিলেন লিখন মির্জা,রিজওয়ান আল হাসিব, নাটোরের ব্যবস্থাপনায় ছিলেন হানিফ হোসাইন, নওগাঁয় সাব্বির আহমেদ, চাপাইনবাবগঞ্জে সাফায়াত শিশির, জয়পুরহাটে আরিফুল ইসলাম, বগুড়ায় বাপ্পা হোসাইন, সিরাজগঞ্জে রেদোয়ান রনি, অমিও তালুকদার, পাবনায় ছিলেন মীর শুভ।
এ বিষয়ে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লিখন মির্জা বলেন, মূলত রাজশাহী বিভাগের ৮ টি জেলাকে একত্রিত করে ভাতৃত্বের বন্ধন বাড়ানোর জন্য আমরা এই টুর্নামেন্টটি করছি।
নাটোর জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক হানিফ হোসেন বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাজশাহী বিভাগের প্রতিটি জেলাকে একই বন্ধনে আবদ্ধ করা যার জন্যই এই প্রয়াস। চাপাইনবাবগঞ্জ জেলার সভাপতি সাফায়াত শিশির জানান, আয়োজকদের অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন কিছু আসবে আশা করি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/