চলতি আমন মৌসুমে উত্তরাঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও ভালো দাম পেয়ে খুশি কৃষক বলে এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ শনিবার সকালে নওগাঁর মহাদেবপুর মাঠে পাকা ধানক্ষেত ও ফলন কাটা-মাড়াই পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী কৃষকের সঙ্গে কথা বলে উৎপাদন ও বাজার দরের খোঁজ খরব নেন।
পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
উৎপাদন ও মজুত পরিস্থিতি ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই।
খাদ্যসশ্যের অবৈধ মজুত না করার আহ্বান জানান মন্ত্রী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/