শফিক শাহিন, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বরিশাল বিভাগের শীর্ষ মাদক সম্রাট মাদক ব্যবসায়ী সোহেল ওরফে (ল্যাংডা) সোহেলের(৩৫) বাসায় অভিযান চালিয়ে গ্রাম গাঁজা সহ বানারীপাড়া পুলিশের খাঁচায় গ্রেফতার ।
১৯ নভেম্বর শনিবার রাত ১ টার দিকে বানারীপাড়া থানার উপ পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মোমিন হাসানের নেতৃত্বে উপ-পুৃলিশ পরিদর্শক (এস আই) মোঃ মামুন,ইসমাইল হোসেন,সহকারী উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন,স্বজন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহিষাপোতা বাসা থেকে সোহেলকে গ্রেফতার করা হয়।
পুুলিশ সূত্রে জানা যায় মহিষাপোতা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাসেম মোল্লার ছেলে মোঃ সোহেলের নামে ধর্ষণ মামলা, অস্ত্র মামলা সহ ১৫-২০ টি মাদক মামলা চলমান রয়েছে। কয়েক মাস আগে বরিশাল র্যাব ৮ এর একটি চৌকস টিম বানারীপাড়া থানার ইতিহাসে সব চেয়ে বড় মাদকের চালান ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৯৩ বোতল ফেনসিডিল সোহেলের বাসায় অভিযান চালিয়ে আটক করে এ সময় সোহেল র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পরে জামিন ন্যায়।
সোহেলকে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ তরিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ২০ নভেম্বর দুপুর ১ টার দিকে বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/