ঢাকার ধামরাই উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। তাছাড়া আরও দুই আরোহী আহত হয়েছেন। তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে তারা হতাহত হন বলে সাভার হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল হক জানান।
নিহতরা হলেন, উপজেলার জয়পুরা এলাকার হাসেম ও গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকার রনি মিয়া। আহত হয়েছেন সোহেল রানা ও রাজন মিয়া।
পরিদর্শক আজিজুল বলেন, দুটি মোটরসাইকেলে হাইওয়ের মূল লেনে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন মারা গেছেন। মরদেহ দুটি ও মোটরসাইকেল দুটি থানায় নিয়ে এসেছে পুলিশ। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/