তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতে হাজিরা দিতে এসে মাহবুবুর রহমান গাজী (৩৬) নামে এক আসামির মৃত্যু ঘটেছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আদালত সুত্রে জানা যায়, মাহবুবুর রহমান সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে, তিনি একটি সড়ক দুর্ঘটনা মামলার আসামি ছিলেন। মামলাটি ২০২০ সালে ফরিদপুর কোতোয়ালী থানায় দায়ের করা হয়।
তিনি এ মামলার হাজিরা দিতে আসেন ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের বিচারক মো. ফরিদ আহম্মেদের কোর্টে।
এ সময় বারান্দায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/