ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি মিনিবাসের সঙ্গে রাশিয়ার সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
রাশিয়ার নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, টোরেজ এবং শাখতিওর্স্ক শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘এই দুর্ঘটনায় আমাদের কিছু সৈন্যসহ ১৬ জন প্রাণ হারিয়েছে।
নিহতরা মিনিবাসে থাকা সৈন্য নাকি বেসামরিক লোক ছিল তা স্পষ্ট নয়। তবে সংঘর্ষে আরো চারজন আহত হয়েছে।
দোনেৎস্ক দক্ষিণ-পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি, যা সেপ্টেম্বরে মস্কোর সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা এই পদক্ষেপের নিন্দা করেছে।
সূত্র : ইউরো নিউজ
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/