কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বরিশাল মুক্ত দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।
সাংগঠনিক সম্পাদক সাইমন ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমানসহ অন্যান্য শিক্ষার্থীরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান তার বক্তব্যে বলেন, আজ ৮ ডিসেম্বর বরিশাল স্বাধীন হয়। আসলে শ্রদ্ধা জানানো কোন দিনক্ষণ ঠিক করে হয় না। শ্রদ্ধা সার্বজনীন। বছরের ৩৬৫ দিনই শ্রদ্ধা জানানো যায়।
তিনি আরো বলেন, আজকের এই দিনে অামরা শ্রদ্ধা জানাচ্ছি যারা বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে শহিদ হয়েছেন তাদের সকলকে। শ্রদ্ধা জানাচ্ছি নির্যাতিত ও অত্যাচারিত মা বোনদের।
উল্লেখ্য, বরিশাল মুক্ত দিবস ৮ ডিসেম্বর উপলক্ষে প্রতিবছর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন, নীরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই দিনটি পালন করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/