যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া ও ইরানের সম্পর্ক উষ্ণ হয়ে পরিপূর্ণ প্রতিরক্ষা অংশীদারিত্বে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়া ও ইরান যৌথভাবে প্রাণঘাতী ড্রোন উৎপাদনের বিষয়টি বিবেচনা করছে, এমন বিবরণ ওয়াশিংটন দেখেছে।
অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের রাশিয়াকে ড্রোন সরবরাহের জন্য তিনজন ইরানি এবং একজন ইরানি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনে হামলা চালাতে ইরানি ড্রোন রাশিয়া ব্যবহার করছে বলে সম্প্রতি কিয়েভ অভিযোগ করার পর দেশ দুটির মধ্যে সহযোগিতার বিষয়টি সামনে এসেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/