সিরাজগঞ্জের নাটোরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।
কমান্ডার মো. আবুল হাশেম সবুজ জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠের সামনে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইন জব্দ হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/