২০২২ সালে বিজিবিতে বীরত্বপূর্ণ এবং কৃতিত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ 'রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা (পিবিজিএমএস)' পেয়েছেন বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসালাম। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ আজ ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে তাকে পিবিজিএমএস পদক পরিয়ে দেন।
বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম গত ২০১৩ সালের ১৫ জানুয়ারি ৩১তম বিসিএস (তথ্য -সাধারণ) ক্যাডারে জেলা তথ্য অফিসার হিসেবে পঞ্চগড়ে যোগদান করেন।
এরপর তিনি সিরাজগঞ্জ, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের জেলা তথ্য অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এরপর তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ০১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে গত ৩ বছর তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিজিবি'র ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রত্যক্ষ অবদান রেখে চলেছেন।
বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম ১৯৮৪ সালের ০৬ জুন পাবনা সদরের চোমরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ আব্দুল মাবুদ শেখ এবং ফিরোজা পারভীনের ২য় সন্তান। তিনি ২০১৭ সালে ডাঃ তুনাজ্জিনা বিনতে মাহবুব এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
উল্লেখ্য, ২০২১ সালে বিজিবিতে বীরত্বপূর্ণ এবং কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ইন্সিগনিয়া সহ মহাপরিচালকের প্রশংসাপত্র অর্জন করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/