আর দুইদিন পরই মিরপুর শেরে বাংলায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। বুধবার থেকে পাওয়া যাবে বিপিএলের টিকিট। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের টিকেটের মূল্য তালিকা এবং প্রাপ্তিস্থান প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের টিকিটের সর্বনিম্ম মূল্য ২০০ টাকা।
এই টিকিটে ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। দিনে দুটি করে ম্যাচ হওয়ায় এক টিকেটেই দিনের দুই ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা রাখা হয়েছে। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকেটের মূল্য ৫০০ টাকা।
ভিআইপি স্ট্যান্ডের টিকিট ১ হাজার এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা। প্রতি ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নির্দিষ্ট বুথে টিকিট বিক্রি করা হবে। স্টক থাকা সাপেক্ষে ম্যাচের দিনও টিকেট বিক্রি করা হবে। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টা, দ্বিতীয় ম্যাচ ৭টায়। শুক্রবার প্রথম ম্যাচ আড়াইটা এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সোয়া ৭টায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/