শফিক শাহিন, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ০
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মৎস্য দপ্তর কতৃক বানারীপাড়া সন্ধ্যা নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধজাল নির্মুলকরণ কল্পে বিশেষ কম্বিং অপারেশন সম্পন্ন করা হয়েছে।
এ সময় ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ টি চরঘেরা জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা আজরিন তন্নী'র উপস্থিতিতে বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন বেড়িবাঁধ সড়ক পুড়িয়ে ধংস করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন নবাগত উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহাসিন-উল-হাসান, মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোদ্দার, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির। ইলিশ সম্পদ ব্যাস্থাপনা ও উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/