সিএনজি সঙ্গে সংঘর্ষের ঘটনায় বাসে আগুন

আপডেট: January 11, 2023 |

জেলা প্রতিনিধি, গাজীপুরঃ গাজীপুর মহানগরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় তাকওয়া মিনি বাসের সাথে সিএনজি’র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তেজিত জনতা তাকওয়া বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দুর্ঘটনায় আহত হলেও আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান জানান, বুধবার বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনি বাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এসময় উল্টো পথে একটি সিএনজি’র সাথে বাসটির সংঘর্ষ হলে সিএনজি উল্টে যায়। এতে সিএনজি চালক আহত হয়।

এসময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, সিএনজি ও তাকওয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসটিতে আগুন দেয়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর