টুর্নামেন্টের মান, অর্থ, তারকার সমারোহ আর চাকচিক্যে আইপিএলের তুলনায় অনেক পিছিয়ে আছে বিপিএল। বিসিবির কর্তারা এখন আর বলেন না- বিপিএলের স্থান আইপিএলের পর। নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হওয়া বিপিএলের নবম আসরের চট্টগ্রাম পর্ব শুরুর প্রাক্কালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ জুলিয়ান উড দাবি করলেন, বিপিএলে ভালো করলে আইপিএলের দরজা খুলে যাবে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে উড বলেন, 'আমার মতে আইপিএল সবকিছুর চূড়ায়। এটা অসাধারণ। সেখানে যে মানের ক্রিকেট হয় তা অবিশ্বাস্য। ওখানের সংশ্লিষ্টরা অনেক মানসম্পন্ন। সেদিক থেকে বিপিএল হলো ভিত গড়ার মতো। যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য আইপিএল পর্যন্ত যাওয়ার পথে এটি সিঁড়ির মতো। যদি এখানে ভালো করে তাহলে... যেমন গত বছর বেনি হাওয়েল ভালো করেছিল। এরপর সে পিএসএল খেলতে যায়, আইপিএলেও দল পায়। পাঞ্জাবের হয়ে যদিও ম্যাচ খেলতে পারেনি, তবে সেখানে ছিল।'
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/